ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভূপাতিত প্লেনের ব্ল্যাক বক্সের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, জুলাই ১৮, ২০১৪
ভূপাতিত প্লেনের ব্ল্যাক বক্সের সন্ধান

ঢাকা: ইউক্রেনের রাশিয়া সীমান্তে ‘ভূপাতিত’ মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ১৭ যাত্রীবাহী উড়োজাহাজের একটি ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়‍া গেছে বলে উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।



বৃহস্পতিবার রাতের ওই দুর্ঘটনায় ১৫ জন ক্র’সহ উড়োজাহাজের ২৯৮ আরোহীর সবাই নিহত হন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন হেরাশচেঙ্কোর উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, উড়োজাহাজটিতে থাকা ২৯৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। একইসঙ্গে ভূপাতিত হওয়ার ঘটনাস্থলে কয়েকজন স্থানীয় ব্যক্তিও নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ১৭৩ জন নেদারল্যান্ডসের, ৪৪ জন মালয়েশীয়, ২৭ জন অস্ট্রেলীয়, ১২ জন ইন্দোনেশীয়, ৯ জন ব্রিটিশ, ৪জন  জার্মান, ৪ জন বেলজিয়াম, ৩ জন ফিলিপিন্স, ১ জন কানাডিয়ান ও ১ জন  নিউজিল্যান্ডের নাগরিক। তবে অবশিষ্ট ২০ জনের পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।