ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মুরসি সরকারের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, ডিসেম্বর ২৫, ২০১৩
মুরসি সরকারের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

ঢাকা: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সরকারের সাবেক প্রধানমন্ত্রী হিশাম কান্দিলকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সুদান সীমান্তবর্তী একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।



প্রসঙ্গত, আদালতের নির্দেশনা মতো একটি টেক্সাটাইল কারখানা পুনর্জাতীয়করণে ব্যর্থ হওয়ায় দায়িত্ব পালনকালেই তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

হিশামকে গ্রেফতার করার পর মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানা নিয়েই তাকে আটক করে নিরাপত্তা বাহিনী। চোরাকারবারীদের সঙ্গে ‘সুদান পালিয়ে যাওয়ার সময়’ একটি পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার হন হিশাম।

স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর মুসলিম ব্রাদারহুডসমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সরকার গঠন করলে ২০১২ সালের ২ আগস্ট প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন হিশাম। মুরসির ক্ষমতাচ্যুতির আগ পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।