ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

না ঘুমিয়ে ৫০০ কিমি দৌঁড়ালেন কিউই নারী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, ডিসেম্বর ২২, ২০১৩
না ঘুমিয়ে ৫০০ কিমি দৌঁড়ালেন কিউই নারী!

ঢাকা: না ঘুমিয়ে ৫০০ কিলোমিটার দৌঁড়ে রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের এক নারী।

গত বৃহস্পতিবার ভোর ৬টায় দেশটির অন্যতম বৃহৎ শহর অকল্যান্ড থেকে এই যাত্রা শুরু করে রোববার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে ৫০০ কিলোমিটারের সীমা অতিক্রম করেন তিনি।

৪৭ বছর বয়সে এই রেকর্ড গড়া নারী হলেন ওয়াইকাতো অঞ্চলের বাসিন্দা কিম অ্যালেন। ব্যক্তিজীবনে তিনি চার সন্তানের জননী।

কিউই সংবাদ সংস্থা নিউজওয়ার জানায়, মাঝে খাবার ও পানীয় গ্রহণের জন্য বিরতি নিলেও কোনো ধরনের ঘুম ছাড়াই টানা ৮৬ ঘণ্টা দৌঁড়ান অ্যালেন।

এই স্বীকৃতি অর্জনে দৌঁড়ানোর সময় হাজারো ভক্ত তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নতুন রেকর্ড গড়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন অ্যালেন নিজেও।

উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে টানা ৮০ ঘণ্টা দৌঁড়ে ৪৮০ কিলোমিটার দৌঁড়ানোর রেকর্ড গড়েন মার্কিন যুক্তরাষ্ট্রের নারী দৌঁড়বিদ পাম রিড।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।