ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ত্রিপুরায় জঙ্গিরা ফের তৎপর

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, ডিসেম্বর ২১, ২০১৩
ত্রিপুরায় জঙ্গিরা ফের তৎপর

আগরতলা (ত্রিপুরা) : রাজ্যে ফের মাথাচাড়া দেবার চেষ্টা করছে জঙ্গি সংগঠনগুলি। নতুন করে সন্ত্রাস সৃষ্টি তৈরি করতে চাইছে তারা।

সন্ত্রাসবাদীদের সেই পুরানো ফর্মূলা খুন অপহরণ।

শুক্রবার রাতে অমরপুরের প্রত্যন্ত এলাকা মানিক্য দেওয়ান পাড়া থেকে তারা অপহরণ করেছে এক সাধারণ উপজাতিকে
শুক্রবার রাত বারটা নাগাদ চারজন সন্ত্রাসী হানা দেয় মানিক্য দেওয়ান এডিসি ভিলেজে।

বন্দুকের মুখে তার পরিবারের লোকের কাছ থেকে জোর করে জঙ্গিরা ছিনিয়ে নেয় রত্নসিংকে। পরিবারের লোকজন চেষ্টা করেন বাধা দেয়ার। কিন্তু পারেন নি।

রত্নসিং’র স্ত্রী মন্দধরী ত্রিপুরা জানান শনিবার সকালে ঘটনাস্থলে আসে পুলিশ।

সন্ত্রাসবাদীদের খোঁজে নামানো হয় বিএসএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও। কিন্তু কোন খোঁজ পাওয়া যায় নি রত্নসিং’এর। নিরাপত্তাবাহিনীর নাকের ডগায় এভাবে জঙ্গী তৎপরতায় অনিশ্চয়তায় ভুগছেন এলাকার মানুষ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩,
সম্পাদনা: সুকুমার সরকার আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।