ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ঘন কুয়াশায় আচ্ছন্ন দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২০, ডিসেম্বর ১৮, ২০১৩
ঘন কুয়াশায় আচ্ছন্ন দিল্লি

ঢাকা: টানা তিন দিন ধরে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। কুয়াশার ফলে দেশটির সড়ক, বিমান ও রেলপথে ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হয়েছে।



ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে কমপক্ষে ৬০টি ফ্লাইটে মারাত্মক শিডিউল বিপর্যয় ঘটেছে। ৪২টি জাতীয় ও ১৩টি আন্তর্জাতিক ফ্লাইট ছাড়তে কমপক্ষে তিন ঘণ্টা করে বিলম্ব হয়েছে। আটটি ফ্লাইট বাতিল করতে হয়েছে।
 
রেল যাত্রীদেরও দুর্ভোগে পড়তে হচ্ছে। বুধবার ২৭টি ট্রেন ছাড়তে বিলম্ব হয়েছে। ঘটেছে তিন ঘণ্টার শিডিউল বিপর্যয়।

তবে, সকাল ১০টার পরে কুয়াশা কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

দিল্লিতে গত দুই দিনে ঘন কুয়াশার কারণে বিমানের প্রায় সব ফ্লাইটই পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।