ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রাজনৈতিক ক্যারিয়ার শুরু করলেন আনা চ্যাপম্যান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, ডিসেম্বর ২৩, ২০১০
রাজনৈতিক ক্যারিয়ার শুরু করলেন আনা চ্যাপম্যান

মস্কো: রাশিয়ার সেলিব্রিটি গুপ্তচর আনা চ্যাপম্যান বুধবার ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ায় যোগ দিলেন। দলটি আগামী বছর সংসদীয় নির্বাচনে অংশ নেবে।

খবর রয়টার্সের।

লাল চুলঅলা এ গুপ্তচর নিজে থেকেই জনসম্মুখে তার নাম ঘোষণা করলেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড়া পাওয়ার পর তিনি ক্রেমলিনের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে চলাফেরা শুরু করেন। গত জুলাইয়ে স্নায়ুযুদ্ধের সময়ের মতো রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিজেদের গুপ্তচর বিনিময় করে।

২৮ বছর বয়সী আনাকে রাশিয়ার গোয়েন্দাসংস্থা কেজিবির সাবেক গুপ্তচর পুতিন গত জুলাইয়ে স্বাগত জানান। গত বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করলেন। ইউনাইটেড রাশিয়া পার্টির তরুণদের সংগঠন ইয়াং গার্ডের উপদেষ্টার ভূমিকার পালন করবেন।

আনা যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে সেখানে রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির কাজ করতেন। ওয়াশিংটনের নীতিনির্ধারণী পর্যায়ের লোকজনের কাছ তথ্য নেওয়াই ছিল তার প্রধান কাজ।

বুধবার একটি উন্মুক্ত আলোচনায় চ্যাপম্যান বলেন, ‘আসুন, আমরা নিজেরাই আমাদের দেশ বদলে দিই। নতুন দিন নিয়ে আমরা প্রত্যেকেই যদি খুশি হই, তাহলে নতুন ও দরকারি কিছু করতে পারব। ’

তিনি আরও বলেন, ‘আমরা রাশিয়াকে ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রচন্ড চেষ্টা করেছি। আর অনেক লোকই কেবল ক্ষমতা, সম্মান ও অর্থের জন্য সংগ্রাম করে থাকেন। ‘

তিনি রাজনীতিক হিসেবে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন কি না জানতে চাইলে বলেন, ‘যা করছি তা আমার ব্যক্তিগত উন্নতির জন্য। এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।