ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে আবারও বার্ড ফ্লুর ভাইরাস!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, ডিসেম্বর ২৩, ২০১০
চীনে আবারও বার্ড ফ্লুর ভাইরাস!

হংকং: চীনে আবারও বার্ড ফ্লুর ভাইরাস দেখা দিয়েছে। বৃহস্পতিবার চীনের দক্ষিণাঞ্চলে একটি মৃত পাখি পরীক্ষা করে বার্ড ফ্লু’র ভাইরাস ‘এইচ-৫’ সনাক্ত করা হয়।

হংকং কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এএফপির।

হংকং সরকারের একজন মুখপাত্র সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৮ ডিসেম্বর সমুদ্র উপকূলীয় ওই এলাকা থেকে একটি মৃত পাখি ল্যাবরটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষা করে এতে উচ্চমাত্রার জীবাণু পাওয়া গেছে। তিনি আরো বলেন, ‘সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেতন হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে। ’

এদিকে বিবৃতিতে আরও বলা হয় উপকূলবর্তী তিন কিলোমিটার এলাকার মধ্যে কোন হাঁস-মুরগির খামার নেই। তারপরও সরকারের পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ শহরের লোকদের বার্ড ফ্লু বিষয়ে উদ্বিগ্ন করতে চায় না।

এর আগে নভেম্বরে হংকং ৫৯ বছর বয়সী এক নারীর শরীরে বার্ড ফ্লুর জীবাণু শনাক্ত করা হয়।

উল্লেখ্য, বিশ্বে সর্বপ্রথম বার্ড ফ্লু ছড়ায় হংকংয়ে ১৯৯৭ সালে। এ সময় ছয় জন লোক মারা যায়। এর ছয় বছর পর ২০০৩ সালে ওই শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত অসুস্থতা মহামারি আকারে ছড়িয়ে পড়ে ৩০০ লোক মারা যায়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১২৩ ঘণ্টা, ২৩ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।