ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৮

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, ডিসেম্বর ২২, ২০১০

মস্কো: রাশিয়ায় বাস দুর্ঘটনায় আটজন নিহত এবং আরও নয়জন মারাত্মক আহত হয়েছে। বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় ক্রাসনোয়ার্স্ক অঞ্চলের সিবারিয়ানে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।

   

দেশটির চ্যানেল ওয়ান টেলিভিশন জানায়, মঙ্গলবার মধ্যরাতে সিবারিয়ান শহরের  ক্রাসনোয়ার্স্ক এবং নভোসিবিরিস্কে ভ্রমনের সময় নিয়ন্ত্রণ হারায়।

এদিকে তদন্তে বলা হচ্ছে, বাসের যান্ত্রিক ত্রুটি এবং অতিরিক্ত ঠাণ্ডা আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে। এসময় তাপমাত্রা ছিল মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, ইউরোপের মধ্যে রাশিয়াতে বর্তমানে সড়ক দুর্ঘটনায় মৃতের হার সবচেয়ে বেশি। প্রতিবছর সড়ক দুর্ঘটনায় এখানে ত্রিশ হাজার লোক নিহত হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।