ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বছরের শেষ চন্দ্রগ্রহণ মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, ডিসেম্বর ২০, ২০১০
বছরের শেষ চন্দ্রগ্রহণ মঙ্গলবার

নাসা: বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে মঙ্গলবার। তিনঘণ্টা ব্যাপি গ্রহণ শরু হবে রাত ১টা ৩৩ মিনিটে।

শেষ হবে ৫টা ১ মিনিটে।   নাসা সূত্রে এ তথ্য জানাগেছে।

নাসা জানায়, পূর্ণ গ্রহণ হবে রাত ২টা ৪১ মিনিটে। এসময় সম্পূর্ণ চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়বে। পৃথিবীর কারণে চাঁদের ওপর সূর্যের আলো পড়বে না। ৩টা ৩৫ মিনিটে চাঁদ রোমঞ্চকর লাল আভা ছড়াবে।

নাসা আরও জানায়, উত্তর আমেরিকা, গ্রিন ল্যান্ড এবং আইসল্যান্ডের অধিবাসীরা চন্দ্রগ্রহণ উপভোগ করতে পারবে। পশ্চিম ইউরোপ গ্রহণের শুরুর অংশ এবং পশ্চিম এশিয়াবাসী গ্রহণের শেষের অংশ দেখতে পাবেন।

গত ২৬জুন সর্বশেষ চন্দ্র গ্রহণ হয়েছে।


বাংলাদেশ সময়: ১৮৩৮ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।