ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কাশ্মীরে বন্দীদের ওপর নির্যাতন চালায় ভারত: উইকিলিকস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, ডিসেম্বর ১৭, ২০১০
কাশ্মীরে বন্দীদের ওপর নির্যাতন চালায় ভারত: উইকিলিকস

লন্ডন: কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বন্দী নির্যাতনের বেশ কিছু তথ্যপ্রমাণ যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের কাছে পাঠিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি। উইকিলিকস এ তথ্য প্রকাশ করেছে।

খবর এএফপির।

২০০২-২০০৪ সালে বিভিন্ন বন্দীশালা পরিদর্শন করে তৈরি করা এসব রিপোর্টে বন্দীদের ওপর নির্যাতনের বিভিন্ন প্রমাণ পাওয়া যায়।

রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরে বন্দীদের ওপর মারধর, বৈদ্যুতিক শক, যৌন নির্যাতন সহ বিভিন্ন ধরনের নির্যাতন চালায়।

রেডক্রস কূটনীতিকদের জানিয়েছে যে, তারা বন্দীশালাগুলিতে ১৭৭ বার পরিদর্শন করেছেন এবং প্রায় ১৪৯১ জন বন্দীর সঙ্গে কথা বলেন। ৮৫২টি ঘটনায় বন্দী নির্যাতনের প্রমাণ পান তারা।

উইকিলিকসে এ তথ্য ফাঁসের ঘটনায় যুক্তরাষ্ট্র, ভারত কিংবা রেডক্রসের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।

কাশ্মীর সমস্যার মতো একটি স্পর্শকাতর বিষয়ে এ তথ্য ফাঁসের ঘটনা নয়াদিল্লির জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

উইকিলিকসের বরাত দিয়ে এ তথ্য দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস সহ ফ্রান্স, স্পেন ও জার্মানির তিনটি দৈনিকে প্রকাশ করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৮ ঘণ্টা, ১৭ ডিসেম্বর,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।