ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

আরসিইপি বাণিজ্য জোটে যোগ দিতে চায় বাংলাদেশসহ ৪ রাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, সেপ্টেম্বর ২৫, ২০২৫
আরসিইপি বাণিজ্য জোটে যোগ দিতে চায় বাংলাদেশসহ ৪ রাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ও চিলি। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর কর্মকর্তারা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

খবর রয়টার্সের

চীন-সমর্থিত আরসিইপি বর্তমানে ১৫টি দেশকে নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে— চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের ১০ সদস্য দেশ। ২০২০ সালে স্বাক্ষরিত এ চুক্তি বিশ্বের মোট জিডিপির প্রায় এক-তৃতীয়াংশকে অন্তর্ভুক্ত করে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলমান আসিয়ান বাণিজ্য ও অর্থমন্ত্রীদের বৈঠকের ফাঁকে আরসিইপি কর্মকর্তারা জানান, নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে জোটের তেমন কোনো আপত্তি নেই। তারা হংকং, শ্রীলঙ্কা, চিলি ও বাংলাদেশকে সদস্য হিসেবে নিতে প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন।

ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডিয়া রোরো এসতি বিদ্যা পুত্রি সাংবাদিকদের বলেন, আরসিইপিতে যোগ দিতে আগ্রহী যেকোনো দেশকে আমরা স্বাগত জানাই।

মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রী তেংকু জাফরুল আজিজ বলেন, নতুন সদস্য গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত আসছে অক্টোবরে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে নেওয়া হবে। পাঁচ বছর পর এ সম্মেলনে আরসিইপি নেতারা মুখোমুখি বৈঠকে বসবেন। ওই সম্মেলনে ২০২০ সালে স্বাক্ষরিত চুক্তির উন্নয়ন বা হালনাগাদ নিয়েও আলোচনা হবে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নীতির বিরুদ্ধে আরসিইপি একটি সম্ভাব্য বাণিজ্যিক সুরক্ষা হিসেবে কাজ করতে পারে। তবে সদস্য দেশগুলোর ভিন্নমুখী স্বার্থের কারণে এই চুক্তির শর্তগুলো তুলনামূলকভাবে কিছু অন্যান্য আঞ্চলিক বাণিজ্য চুক্তির চেয়ে দুর্বল হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ, শ্রীলঙ্কা, চিলি ও হংকংয়ের আগ্রহ বাস্তবে রূপ নিলে দক্ষিণ এশিয়া ও লাতিন আমেরিকার নতুন বাজারও বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোটের অন্তর্ভুক্ত হবে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।