ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের জম্মুতে মেঘভাঙা বৃষ্টিতে বন্যায় প্রাণহানি ১২

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, আগস্ট ১৪, ২০২৫
ভারতের জম্মুতে মেঘভাঙা বৃষ্টিতে বন্যায় প্রাণহানি ১২ ক্ষতিগ্রস্ত একটি এলাকায় মানুষ চলাচল করছে। ছবি: পিটিআই

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টিতে হঠাৎ বন্যায় অন্তত ১২ জনের প্রাণ গেছে।

প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

বৃহস্পতিবার দুপুরের পর পরই কিশতওয়ার জেলার চাশোতি গ্রামে এই বিপর্যয়  নেমে আসে।

সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআইকে জানান, এ পর্যন্ত ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। প্রাণহানি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

হিন্দুদের তীর্থক্ষেত্র ‘মাচাইল মাতা’র মন্দিরের উদ্দেশে প্রতি বছর পুণ্যার্থীরা যে তীর্থযাত্রা করে থাকেন, তা শুরু হয় কিশতওয়ারের এই চাশোতি গ্রাম থেকেই।  

চাশোতি পর্যন্তই গাড়ি চলাচলের রাস্তা আছে, এরপর বাকি পথ হেঁটে যেতে হয়। আকস্মিক বন্যার পর এই বার্ষিক তীর্থযাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে।

ভারতের এনডিআরএফ বাহিনীর অন্তত ১৮০ জন সদস্য অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্ধারের কাজ চালাতে ঘটনাস্থলে দিকে রওনা হয়ে গেছেন।

জম্মু ও কাশ্মীরের উধমপুর থেকে নির্বাচিত এমপি ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, প্রশাসন ত্রাণ ও উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েছে। আহতদের চিকিৎসায় হেলিকপ্টার রাখা আছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিশতওয়ারে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন এবং পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, কেন্দ্র সরকার ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রতিটি পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের মানুষের পাশে দৃঢ়ভাবে রয়েছে, পাশাপাশি প্রয়োজনে জনগণকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।