বাড়ি ভাড়া নিয়ে বিতর্কের জেরে ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করেন রুশনারা নিজেই।
রুশনারা আলী গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রী ছিলেন।
তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জয়ী হন। ২০১০ সালে রুশনারা ছিলেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে তার মন্ত্রিত্ব ছাড়ার বিষয়টি জানিয়েছে। খবর বিবিসির।
সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশ পায়, রুশনারা আলী পূর্ব লন্ডনের নিজ বাড়ি বিক্রি করার কথা বলে নোটিশ দিয়ে চারজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করেন। তবে ঘোষণা অনুযায়ী বাড়ি বিক্রি না করে সেটি ৩৩০০ পাউন্ড থেকে ৭০০ বাড়িয়ে অর্থাৎ ৪০০০ পাউন্ডে নতুন ভাড়াটিয়ার কাছে ভাড়া দেন তিনি। যা ব্রিটিশ 'ভাড়াটিয়া অধিকার বিল' অনুযায়ী প্রতারণা।
এতে এক সময় ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় সোচ্চার থাকা এ এমপি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
তবে রুশনারার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি মূলত বাড়ি বিক্রির উদ্দেশে ভাড়াটিয়াদের সরিয়েছিলেন। কিন্তু ক্রেতা না পাওয়ায় পরে আবার বাড়িটি ভাড়া দেন।
প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার বরাবর পাঠানো পদত্যাগপত্রে রুশনারা লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী, ভারাক্রান্ত মনে আমি মন্ত্রী হিসেবে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি। লেবার সরকারের প্রতি আমার আনুগত্য সবসময় বজায় থাকবে। আমি সবসময় আইন মেনে চলার চেষ্টা করেছি এবং দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। তবে আমার ব্যক্তিগত বিষয়ে চলমান বিতর্ক সরকারের কাজে ব্যাঘাত ঘটাতে পারে-এ কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে ফ্ল্যাট কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে গত ১৪ জানুয়ারি ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন লেবার পার্টির আরেক এমপি টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ও সিটি মিনিস্টার ছিলেন।
বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে।
২০২৪ এর গণঅভ্যুত্থানে বাংলাদেশে হাসিনার সরকারের পতনের পর থেকেই তার ভাগ্নি টিউলিপের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি বের হতে থাকে।
এর মধ্যে বাংলাদেশে অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে হাসিনা পরিবার বিপুল অংকের অর্থ আত্মসাৎ করেছে বলে যে অভিযোগ উঠেছে, সেই-সংক্রান্ত তদন্তে টিউলিপের নাম এসেছে। নয় প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়মের অভিযোগে টিউলিপ সিদ্দিক, তার খালা শেখ হাসিনা, মা শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক।
এসআই