ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোতে বাস দুর্ঘটনা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, নভেম্বর ৭, ২০১০
মেক্সিকোতে বাস দুর্ঘটনা, নিহত ২১

মেক্সিকো সিটি: মেক্সিকোর পশ্চিমাঞ্চলে সিনালোয়া প্রদেশের পালমিলাস শহরে একটি জ্বালানি ভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে  ২১ জন নিহত হয়েছেন। শনিবার প্রাদেশিক কর্মকর্তা হতাহতের এঘটনা নিশ্চিত করেন।

   

শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটিতে ২০ হাজার লিটার জ্বালানি ছিল। বেসামরিক উদ্ধারকারী দল ইফান লিয়ন জানিয়েছে, দূর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। তারা জানায়, নিহতদের অনেকের দেহ পুরোটাই পুড়ে গেছে।

বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি।


বাংলাদেশ স্থানীয় সময়: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।