মার্কিন শুল্ক ৩৫ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ আরোপের ফলে বাংলাদেশ ভালো অবস্থানেই রয়েছে। তবে বাংলাদেশের এই স্বস্তির খবরে ধস নেমেছে ভারতের শেয়ার বাজারের টেক্সটাইল কোম্পানিগুলোর।
দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর আমদানি শুল্ক কমিয়ে ২০ শতাংশ করার ঘোষণা দেওয়ার পর শুক্রবার (০১ আগস্ট) ভারতের একাধিক শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারীর শেয়ার ৭ শতাংশ পর্যন্ত কমে গেছে।
শুক্রবার মুম্বাই শেয়ারবাজারে পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজের শেয়ার ৭.২ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৩৮০.০৫ রুপিতে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ার ৩.১ শতাংশ পড়ে ৮২৪.৫০ রুপিতে ঠেকে। এছাড়া আরভিন্দ লিমিটেডের শেয়ার ১.৮ শতাংশ কমে দাঁড়ায় ৩১০.৪০ রুপিতে এবং ওয়েলস্পান লিভিং পড়ে ১.৯ শতাংশ কমে ১২৩.৮০ রুপিতে।
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাজারে বাংলাদেশের শুল্ক কমানোয় ভারতের ওপর চাপ বেড়েছে দ্বিগুণ।
এর আগে, বৃহস্পতিবারই মার্কিন সরকার ভারতীয় পোশাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পর পরই পার্ল গ্লোবালের শেয়ার ৭ শতাংশ এবং গোকালদাস এক্সপোর্টসের শেয়ার ৪.৫ শতাংশ পড়ে যায়।
বৈশ্বিক বাজারে তীব্র প্রতিযোগিতার এই সময়ে শুল্কছাড়ের ফলে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য এটি সুখবর হলেও বড় ধাক্কার মুখে ভারতের টেক্সটাইল রপ্তানিকারকরা ।
হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, ভারতের ওপর ২৫ শতাংশ ছাড়াও অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।
এসআইএস