ফ্রান্সের একটি গ্রামে নিজের গেস্ট হাউসের বাইরে কারেন কার্টার (৬৫) নামে এক ব্রিটিশ নারীর মরদেহ পাওয়া গেছে। তার মরদেহে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে বিধায় ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, গত ২৯ এপ্রিল ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বর্দেক্সের পূর্বে ত্রেমোলাত এলাকায় নিজের গাড়ির পাশে কারেনের রক্তাক্ত মরদেহটি পাওয়া যায়।
চার সন্তানের এই মায়ের হত্যাকাণ্ড তদন্তে একটি অনুসন্ধান শুরু হয়েছে।
স্থানীয় কৌঁসুলি স্তাইলভি মার্তিন-গিদেস বলেন, কারেনের বুক, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্তিন-গিদেস জানান, কারেনকে মৃত অবস্থায় পেয়েছেন তার একজন বন্ধু। তারা পাশের একটি এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। পরে ওই বন্ধুসহ কারেন নিজের ঘরে ফেরার সিদ্ধান্ত নেন। তবে কারেন তার বন্ধুর ১০ মিনিট আগেই নিজের বাড়ির পথ ধরেন, আর ওই বন্ধু পরে গিয়ে তার মরদেহ দেখতে পান।
পুলিশ ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পরে কোনো অভিযোগ গঠন ছাড়াই ছেড়ে দেয়।
এটি ডাকাতি থেকে হত্যাকাণ্ড কি না, সেই ধারণা উড়িয়ে দিচ্ছেন না প্রশাসনের কৌঁসুলিরা।
এইচএ