ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৮৪ জন আহত হয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ।
সুমি শহরের জরুরি পরিষেবা জানিয়েছে, রাশিয়ার হামলায় দুই শিশুসহ ৩১ জন নিহত হয়েছেন। আর আহত ৮৪ জনের মধ্যে ১০ জন শিশু।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহতদের পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
তিনি বলেন, রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানাই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই যুদ্ধ বন্ধ করতেই হবে। রাশিয়ার ওপর চাপ বাড়ানো ছাড়া শান্তি সম্ভব নয়। অন্যথায় রাশিয়া এই যুদ্ধকে টেনে নিয়েই যেতে থাকবে।
তিনি অভিযোগ করেন, দ্বিতীয় মাস হয়ে গেল যে, রাশিয়া-ইউক্রেন নিঃশর্ত যুদ্ধবিরতি বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব উপেক্ষা করে যাচ্ছেন পুতিন।
পরে এক এক্সবার্তায় জেলেনস্কি বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং সব ধরনের জরুরি পরিষেবা কাজ করছে’।
তিনি আরও বলেন, ‘বিশ্বকে শক্তভাবে এর প্রতিক্রিয়া জানাতে হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং যারা এই যুদ্ধ ও হত্যাকাণ্ড বন্ধ করতে চায়, সবার এখন দায়িত্ব রয়েছে’।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেঙ্কো জানান, রোববারের এই হামলায় স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ২১ জন নিহত ও ৮৩ জন আহত হয়েছেন। যাদের মধ্যে সাতজনই শিশু।
রাশিয়ার পক্ষ থেকে এই হামলা বা ইউক্রেনের অভিযোগ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এসএএইচ