ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিসিলি দ্বীপে ১১১ যাত্রীর মাছধরা নৌকায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, অক্টোবর ২৭, ২০১০

সিসিলি দ্বীপে একটি মাছ ধরা নৌকায় আগুন লেগেছে। নৌকাটিতে ১১১ জন যাত্রী ছিলেন বলে ফালমাউথ কোস্টগার্ড জানিয়েছে।


 
নৌকার আরোহীরা চীন, রাশিয়া, পেরু ও স্ক্যান্ডিনেভয়ার অধিবাসী।

নৌকার যাত্রীদের উদ্ধারের জন্য বিমান বাহিনী এবং উপকূলীয় উদ্ধার কর্মীরা ঘটনা স্থলে যাচ্ছেন। তবে কোস্ট গার্ড সুত্রে জানানো হয়েছে জাহাজের ৮১ জন যাত্রী জীবন রক্ষাকারী ভেলায় ভাসছেন।

নৌকার ৩০ জন যাত্রী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। একটি কার্গো জাহাজ ঐ অঞ্চলে পৌঁছে গেছে। জাহাজটি ভেলার যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে।

মুখপাত্র বলেন , ‘আমরা বিশ্বাস করি এখন পরিস্থিতি স¤পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।