ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাখমুতের লড়াইয়ে এগিয়ে ইউক্রেন, রাশিয়া পিছু হটছে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, মে ১৯, ২০২৩
বাখমুতের লড়াইয়ে এগিয়ে ইউক্রেন, রাশিয়া পিছু হটছে!

ওয়াগনার গ্রুপ পূর্বাঞ্চলীয় বাখমুতে তুমুল লড়াই হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী ও রাশিয়ার ভাড়াটে বাহিনীর মধ্যে। ইউক্রেনের দাবি, তাদের সেনারা বৃহস্পতিবার (১৮ মে) রাশিয়ার একাধিক হামলা প্রতিহত করেছে।

সেনারা কিছু স্থানে ১ কিলোমিটার এগিয়েছে।

আল জাজিরা খবরে বলা হয়েছে, ইউক্রেনীয় সেনারা রুশদের পাল্টা আক্রমণের আগে দীর্ঘ অপেক্ষা করেছে। ৯ মাসের বেশি সময় পর বাখমুতে রুশদের শাসন করছে তারা। কিয়েভের সেনাদের হামলায় রাশিয়ানরা পিছু হটছে।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ারও বাখমুতে সেনাদের অগ্রগতির দাবি করেছেন। তিনি বলেন, আমাদের সেনারা তাদের লক্ষ্য অর্জন করছে। এই মুহূর্তে আমরা বাখমুতের দক্ষিণ-পশ্চিমাংশের কিছু এলাকা নিয়ন্ত্রণ করছি।

বৃহস্পতিবার দিনভর তারা হামলা চালিয়েছে। তারা নতুন শক্তি যোগ করেছে। কিন্তু আমাদের সাহসী যোদ্ধারা সব হামলা প্রতিহত করেছে।

এদিকে, ওয়াগনার যোদ্ধারা বাখমুতে এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তিনি বলেছেন, যোদ্ধারা বাখমুতের দিকে ১ হাজার ৩০০ ফুটের মতো এগিয়ে গেছে। শহর দখলে নিতে হামলা অব্যাহত রেখেছেন তারা। শহরের পশ্চিমাংশে অবস্থিত শেষ দূর্গে ইউক্রেনীয় সেনাদের ঠেলে দেওয়া হচ্ছে।

রুশ সেনাদের নিয়েও অভিযোগ করেছেন পিগোজিন। তিনি বলেন, শহরের উত্তর ও দক্ষিণে গুরুত্বপূর্ণ অবস্থান থেকে পিছু হটছে রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী। এতে তারা ঘেরাওয়ের মধ্যে পড়তে পারে। সে ঝুঁকিই তৈরি হচ্ছে।

রুশ সেনারা বাখমুতের উত্তরে ১ হাজার ৮৮০ ফুট পিছু হটে গেছে। এতে ওয়াগনারের একপাশ অরক্ষিত হয়ে যাচ্ছে।

অবশ্য প্রিগোজিনের দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে গত সপ্তাহে বাখমুতের কিছু এলাকায় রুশ সেনারা নিজেদের অবস্থান ছেড়ে দিয়েছিল বলেও স্বীকার করেছিল এ মন্ত্রণালয়।

ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, ওয়াগনার গ্রুপের হামলার তুলনায় ইউক্রেনীয়দের পাল্টা আক্রমণে রাশিয়ার ব্যর্থতা ফুটিয়ে তুলছে। তারা বাখমুতে নিজেদের আক্রমণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।