ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

প্রথম দেশ হিসেবে বিটকয়েন বৈধ করল এল সালভাদর

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, সেপ্টেম্বর ৭, ২০২১
প্রথম দেশ হিসেবে বিটকয়েন বৈধ করল এল সালভাদর প্রতীকী ছবি

বিশ্বের প্রথম দেশ হিসেবে ক্রিপটোকারেন্সি তথা বিটকয়েনকে বৈধতা দিলো মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। ক্রিপটোকারেন্সিকে বৈধতা দিয়ে সম্ভাব্য ব্যবসায়িক লেনদেনে বিটকয়েন ব্যবহারের কথাও বলেছে দেশটির সরকার।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে দীর্ঘদিন ক্রিপটোকারেন্সি নিয়ে আইনি লড়াইয়ে বিভক্ত ছিল এল সালভাদর। জনগণের একাংশ এটিকে যেমন বৈধতা দেওয়ার পক্ষে ছিলেন, তেমনি আরেকটি অংশ বিটকয়েন নিয়ে ছিলেন অনিশ্চয়তায়।  

দেশটির সরকার নিয়ন্ত্রিত ডিজিটাল ওয়ালেটে প্রত্যেক নাগরিককে ৩০ মার্কিন ডলার সমমূল্যের বিটকয়েন কেনারও সুযোগ দেওয়া হয়েছে।

তবে বিটকয়েনকে বৈধতা দেওয়ায় দেশটিতে এখনও বিক্ষোভ করছেন অনেকে। রাজধানী সান সালভাদর এ বিক্ষোভকারীরা প্রতিবাদ জানান। যদিও এসবের মাঝেই দেশজুড়ে ২০০ মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই মেশিনের মাধ্যমে বিটকয়েন ও ডলারকে একে অপরে রূপান্তর করা যাবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এসএইচএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ