ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

গুগল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, আগস্ট ১০, ২০২১
গুগল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে 

আজকাল ব্যাংকের কার্ডের পাসওয়ার্ড বা জরুরি ছবি-কাগজ সবই থাকে আমাদের মেইলে অ্যাটাচ করা। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় জি-মেইল (Gmail) অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ।

কোনো কারণে মেইল অ্যাকাউন্টটি ব্যবহার করতে না পারলে তা সমস্যা তৈরি করতে পারে।  

অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেভাবে গুগল অ্যাকাউন্ট নিরাপদে রাখতে পারি: 

অনেক সময় পাসওয়ার্ড মনে থাকে না। এজন্য ব্যবহার করা যায় পাসওয়ার্ড ম্যানেজার। পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে অতীতে ব্যবহার করা সমস্ত পাসওয়ার্ড স্টোর করে রাখা সম্ভব।  
কোনো কারণে অ্যাকাউন্ট রিকভার করার জন্য প্রয়োজনীয় কোড নির্দিষ্ট রিকভারি মেল আইডিতে বা ফোন নম্বরে পাঠানো হয়। এজন্য রিকভারি ইনফর্মেশন আপডেট রাখা প্রয়োজন।  

বছরে অন্তত দুই-তিনবার পাসওয়ার্ড পরিবর্তন করে নিন। অবশ্যই ৯ বা আরো বেশি অক্ষরের পাসওয়ার্ড সেট করে গুগল অ্যাকাউন্ট নিরাপদ রাখুন।  
 
বাংলাদেশ সময় ঘণ্টা: ১৫০০, আগস্ট ১০, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ