ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

নাম বদলে ‘টিম অ্যাপল’ করলেন অ্যাপল সিইও

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৮, মার্চ ৮, ২০১৯
নাম বদলে ‘টিম অ্যাপল’ করলেন অ্যাপল সিইও টিম কুকের টুইটার অ্যাকাউন্টের নাম বদলে হয়েছে টিম অ্যাপল

প্রথমে বিব্রতবোধ করেছিলেন। কিন্তু একদিন বাদেই মার্কিন প্রেসিডেন্টের ‘ডাকা নামে’ নাম বদল করলেন অ্যাপল সিইও টিম কুক। টুইটারে এখন তাকে পাওয়া যাচ্ছে ‘টিম অ্যাপল’ নামে।

গত বুধবার (০৬ মার্চ) ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেন অ্যাপল সিইও টিম কুক। বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প ‘ভুলবশত’ টিম কুকের নাম টিম অ্যাপল বলে উচ্চারণ করেন।

দ্রুতই বিষয়টি সামাজিক মাধ্যমে উঠে আসে। এ নিয়ে মাইক্রোব্লগিং মাধ্যমটিতে শুরু হয় নানা মজার টুইট।  

এমনকি ট্রাম্পকন্যা ইভানকাও টুইট করে হাসির ইমোজি দেন। পাশাপাশি টিম কুক-কে স্বাগত জানিয়ে লেখেন, ওয়েলকাম টু দ্যা ক্লাব, টিম অ্যাপল! সেদিনের ওই বৈঠকেও উপস্থিত ছিলেন হোয়াইট হাউসের উপদেষ্টা ইভানকা।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।