ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

জহুরুল হক বিটিআরসির নতুন চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৪, জানুয়ারি ৩১, ২০১৯
জহুরুল হক বিটিআরসির নতুন চেয়ারম্যান

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মো. জহুরুল হক।

টেলিযোগাযোগ আইনের ধারা ৭(১) এবং ৯(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তার বয়স ৬৫ বছর অর্থাৎ ২০২০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত জহুরুল হককে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ করে বুধবার (৩০ জানুয়ারি) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত বছরের ১১ মে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদের মেয়াদ শেষ হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন জহুরুল হক।

এর আগে ২০১৫ সালের ২৫ আগস্ট বিটিআরসির কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছিলেন জহুরুল হক। গত বছরের ১৮ জুলাই তার চুক্তির মেয়াদ বাড়ায় সরকার।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ