ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

পাঠাও এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৬, ডিসেম্বর ৭, ২০১৮
পাঠাও এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি পাঠাওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাশরাফি। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অ্যধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

পাঠাওয়ের সঙ্গে মাশরাফি বিন মুর্তজার নতুন এই যৌথ যাত্রা সমাজে ক্ষমতায়ন, জীবনযাত্রার রূপান্তর, কর্মসংস্থান বৃদ্ধিসহ দেশকে এগিয়ে নিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন কোম্পানিটির সংশ্লিষ্টরা।  

এ বিষয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি কিভাবে পাঠাও বাংলাদেশের অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রেখে চলেছে।

এমনকি দেশের বাইরেও পাঠাও তার সেবার ক্ষেত্র বিস্তৃত করেছে। একজন বাংলাদেশি খেলোয়াড় হিসেবে দৃঢ়তার সঙ্গে বলা যায়, লক্ষ লক্ষ মানুষের সময় ও অর্থ রক্ষা করবে এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।  

‘আমি আশা করছি আমাদের এই যৌথ যাত্রার মাধ্যমে সব বাধাকে বোল্ড আউট করে আমরা উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাবো। ’

২০১৬ সালে বাংলাদেশে যাত্রা করে পাঠাও। বর্তমানে রাজধানী ঢাকাসহ বন্দরনগরী চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে কার্যক্রম আছে কোম্পানিটির। সম্প্রতি নেপালেও কার্যক্রম শুরু করেছে পাঠাও।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এসএইচএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।