ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

মিগো সফটওয়্যার উন্নয়নে নকিয়া ও ইন্টেল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২১, আগস্ট ২৪, ২০১০
মিগো সফটওয়্যার উন্নয়নে নকিয়া ও ইন্টেল

অচিরেই শুরু হচ্ছে ‘মিগো’ সফটওয়্যারের বাণিজ্যিক বিপণন। বিশ্বের শীর্ষ মোবাইল নির্মাতা নকিয়া এবং চিপ নির্মাতা ইন্টেলের যৌথ উদ্যোগে মিগো নির্মিত।

মোবাইল বিশ্বে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্য গত বছর প্রতিষ্ঠান দুটি চুক্তি স্বাক্ষর করে।

গত ফেব্রুয়ারি মাসে মিগো সফটওয়্যার তৈরির পরিকল্পনা উন্মোচন করা হয়। নকিয়ার লিনাক্স মায়ামু সফটওয়্যারটি ইন্টেলের মোবলিন এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। যা পুরোপুরি লিনাক্সভিত্তিক মুক্ত সফটওয়্যার।

নকিয়া সূত্র জানায়, মিগো সফটওয়্যার অ্যাপল আইফোন ও গুগল অ্যান্ড্রুয়েডের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতার বাজার গরম করবে। নকিয়ার মুখপাত্র সিতালা জানান, প্রতিষ্ঠান দুটি যৌথভাবে হার্ডওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে। তবে পণ্যটি কেমন হবে তা তিনি এখনই প্রকাশ করতে রাজি না বলে জানান।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ