ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

‘নিরাপদ ইন্টারনেট’ সচেতনতায় কাজ করবে ব্র্যাক-গ্রামীণফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, সেপ্টেম্বর ২৮, ২০১৭
‘নিরাপদ ইন্টারনেট’ সচেতনতায় কাজ করবে ব্র্যাক-গ্রামীণফোন সংবাদ সম্মেলনে কথা বলছেন গ্রামীণ ফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ; ছবি- জি এম মুজিবুর

ঢাকা: শিক্ষার্থীদের ‘নিরাপদ ইন্টারনেট’ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে ব্র্যাকের সঙ্গে যৌথভাবে কাজ করবে গ্রামীণফোন।

নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়ে ব্র্যাকের সহায়তায় আড়াইশ’ স্কুলের ৫০ হাজার শিক্ষার্থীকে নিয়ে এ ক্যাম্পেইন করা হবে বলে জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (সেপ্টেম্বর ২৮)  বিকেলে মহাখালী ব্রাক ইন এ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় গ্রামীণফোন।

সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন জানান, স্কুলগামী শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে তারা ‘সাবিনা’ নামে একটি চরিত্রকে অ্যানিমেশনের মাধ্যমে ব্র্যাকের সঙ্গে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রামীণফোন এখন পর্যন্ত দেশজুড়ে ৫শ’ স্কুলে নিরাপদ ইন্টারনেট নিয়ে বিভিন্ন প্রচারণার আয়োজনের পাশাপাশি দায়িত্বশীলভাবে ইন্টারনেট ব্যবহার সম্পর্কিত গাইডবই বিতরণের মাধ্যমে ৮০ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছেছে। ব্র্যাকের সহায়তায় এ বছর আরও আড়াইশ’ স্কুলে ৫০ হাজার শিক্ষার্থীর কাছে নিরাপদ ইন্টারনেট বিষয়ক প্রচারণা নিয়েপৌঁছানোর লক্ষ্য নিয়েছে গ্রামীণ ফোন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য  রাখেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, ব্র্যাকের স্ট্রাটেজি, কমিউনিকেশন ও এমপাওয়ারমেন্টের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘন্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এসএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।