ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

হবিগঞ্জে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, মে ২৪, ২০১৭
হবিগঞ্জে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হবিগঞ্জে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

হবিগঞ্জ: সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় হবিগঞ্জে চার দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

বুধবার (২৪ মে) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে (নিমতলা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. ফজলুর রহমান, জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার বশির আহমেদ সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।