ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

ডোমারে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, মে ১৬, ২০১৭
ডোমারে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু ডোমারে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু-ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় তিন দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ‌উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফুঁয়ারা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন- পল্লী উন্নয়ন অফিসার রাকিবুল আহমেদ চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহিনুল ইসলাম বাবু, ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হামিদুর রহমান, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, প্রেসক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী, সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

ডিজিটাল ও ইন্টারনেট মেলায় ২১টি স্টল স্থান পেয়েছে। মেলা শেষ হবে ১৮ মে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।