ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

ইন্দোনেশিয়া ঘুরে এলেন জেলটার প্রতিনিধিরা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, নভেম্বর ১৯, ২০১৬
ইন্দোনেশিয়া ঘুরে এলেন জেলটার প্রতিনিধিরা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া ঘুরে এলেন পারটেক্স স্টার, কর্ণফুলী গ্রুপ ও মেট্রো গ্রুপের যৌথ প্রতিষ্ঠান স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড ‘জেলটা’ মোবাইল ফোনের ডিস্ট্রিবিউটররা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া ঘুরে এলেন পারটেক্স স্টার, কর্ণফুলী গ্রুপ ও মেট্রো গ্রুপের যৌথ প্রতিষ্ঠান স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড ‘জেলটা’ মোবাইল ফোনের ডিস্ট্রিবিউটররা।

সারাদেশের ৫০ জনেরও বেশি ডিস্ট্রিবিউটর সম্প্রতি ৫ দিনের এই সফরে যোগ দিয়েছিলেন।

তারা ইন্দোনেশিয়ার পর্যটন শহর বালি, চিলুক ভিলেজ, ভুটান ভিলেজ, ভুটান টেম্পল, মাঙ্কি ফরেস্ট সহ দর্শণীয় স্থানসমূহ ঘুরে দেখেন।

তাদের সঙ্গে ছিলেন স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট এজিএম সাইদুর রহমান, ন্যাশনাল সেলস ম্যানেজার কাজী লুৎফুল হক তুষার প্রমূখ।

সফরে অংশগ্রহনকারীদের মাঝে অ্যাওয়ার্ড ও পুরষ্কারও বিতরন করা হয়। পুরস্কার বিরণী অনুষ্ঠানে সাইদুর রহমান বলেন, পৃথিবীর দর্শণীয় স্থানসমূহ ভ্রমন আমাদের প্রতিশ্রুতির অংশ। এ সময় তিনি আরো বলেন, ব্যবহারকারীদের জন্য উন্নতমানের মোবাইল ফোন সরবরাহ ও সেবা দেয়া আমাদের লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।