ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

ঢাকাকে স্মার্টসিটি করার প্রত্যয়ে শেষ হলো ‘স্মার্টসিটি হ্যাকাথন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৯, নভেম্বর ১৩, ২০১৬
ঢাকাকে স্মার্টসিটি করার প্রত্যয়ে শেষ হলো ‘স্মার্টসিটি হ্যাকাথন’

প্রথমবারের মত বাংলাদেশে অনুষ্ঠিত হলো ‘স্মার্ট সিটি হ্যাকাথন’। টানা ৩৬ ঘণ্টার এই স্মার্ট সিটি হ্যাকাথনে তরুণরা উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন সমস্যা সমাধানের ধারণা প্রদান করেন।

ঢাকা: প্রথমবারের মত বাংলাদেশে অনুষ্ঠিত হলো ‘স্মার্ট সিটি হ্যাকাথন’। টানা ৩৬ ঘণ্টার এই স্মার্ট সিটি হ্যাকাথনে তরুণরা উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন সমস্যা সমাধানের ধারণা প্রদান করেন।

হ্যাকাথনে তরুণরা তাদের উদ্ভাবনী ধারণাটিকে আইটি সফটওয়্যার অথবা হার্ডওয়্যারের আকারে উপস্থাপন করেন। এ সময় তারা উদ্ভাবনী ধারণা দিয়ে ঢাকা সিটিকে স্মার্টসিটি হিসেবে নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত অবস্থিত গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে স্মার্টসিটি হ্যাকাথনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে একই স্থানে গত ১১ থেকে ১২ নভেম্বর ৩৬ ঘণ্টাব্যাপী ‘স্মার্টসিটি হ্যাকাথন’ অনুষ্ঠিত হয়।

এতে মোট ৩০টি টিম অংশ নেয়। এর মধ্যে তিনটি টিমকে চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানারআপ ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্টসহ আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর জন টেইলর, গ্রামীণফোনের চিফ টেকনিক্যাল অফিসার মেতাদ আল হোসাইনী, সিসিএও মাহমুদ হোসেন, পাইওনিয়ার ল্যাবের সিইও আরিফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, নভেম্বর ১২,২০১৬
এমসি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।