ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

বিপিএল ২০১৬’তে রাজশাহী কিংস’র স্পন্সর বাগডুম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, নভেম্বর ৫, ২০১৬
বিপিএল ২০১৬’তে রাজশাহী কিংস’র স্পন্সর বাগডুম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৬ এর চতুর্থ আসরে রাজশাহী কিংস এর স্পন্সর হয়েছে ই-কমার্স প্ল্যাটফর্ম বাগডুম ডটকম।

এ বিষয়ে পরস্পরের সাথে চুক্তি করেছে বাগডুম ডট কম এবং রাজশাহী কিংস।

সম্প্রতি বাগডুম ডট কমের গুলশান ১ এ অবস্থিত কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বাগডুম ডট কমের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন সিইও, সৈয়দা কামরুন আহমেদ ও রাজশাহী কিংস এর ম্যানেজিং ডিরেক্টর মাঈন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগডুম ডট কম এর সিওও মনোয়ার হোসেন খান ও সিএমও মিরাজুল হক।

এই চুক্তির ফলে রাজশাহী কিংস দলের মার্চেন্ডাইজিং কর্তৃত্ব পেল ই-কমার্স প্রতিষ্ঠানটি। এর ফলে অনলাইনে শুধুমাত্র বাগডুমেই পাওয়া যাবে রাজশাহী কিংসের পোশাকসহ অন্যান্য সামগ্রী।

এছাড়া দলটির অধিনায়ক ড্যারেন স্যামি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজসহ অন্যরা বাগডুম এর প্রতিনিধি হিসেবে সাইটটির প্রচারণা চালাবেন।

প্রসঙ্গত, এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ড্যারেন স্যামি, সৌম্য সরকার সহ আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ নবী বিপিএলে একটি দলের হয়ে বাগডুম ডটকম এর প্রচারণায় অংশ নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।