ঢাকা, শনিবার, ৯ কার্তিক ১৪৩২, ২৫ অক্টোবর ২০২৫, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

২২ অক্টোবর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, অক্টোবর ১৭, ২০১৬
২২ অক্টোবর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা

বিশ্বজুড়ে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিপ লার্নিং-এর কাজের ব্যাপ্তি বাড়ছে। বাংলাদেশেও এখন অ্যাডভান্সড প্রযুক্তিটি নিয়ে অনেক কাজ হচ্ছে।

সেই ধারাবাহিকতায় আগামী ২২ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালা পরিচালনা করবেন আমেরিকার রচেস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এহসান হক। কৃত্রিম বুদ্ধিমত্তার কাজের জন্য সম্প্রতি এমআইটির “৩৫ এর নীচে ৩৫” তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।

কর্মশালায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী, তরুণ শিক্ষক ও উদ্যোক্তা যারা আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে আগ্রহীরা অংশ নিতে পারবেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন – http://www.bdosn.org।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ