ঢাকা, শনিবার, ৯ কার্তিক ১৪৩২, ২৫ অক্টোবর ২০২৫, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

নোট ৭ ব্যবহার থেকে বিরত থাকতে বললো স্যামসাং

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, সেপ্টেম্বর ১১, ২০১৬
নোট ৭ ব্যবহার থেকে বিরত থাকতে বললো স্যামসাং

ঢাকা: ব্যাটারি সমস্যার কারণে একের পর এক নোট ৭ বিস্ফোরণের ঘটনায় বিশ্বব্যাপী ব্যবহারকারীদের স্মার্টফোনটি ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্যামসাং। একইসঙ্গে যত দ্রুত সম্ভব বদলে নেওয়ার কথাও বলেছে প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ক্রেতাদের উদ্দেশ্যে স্যামসাং বলেছে, যত দ্রুত সম্ভব গ্যালাক্সি নোট ৭ ফিরিয়ে দিন।

এর আগে ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় ফোনটি চালু রেখে প্লেনে ওঠা নিয়ে নিষেধাজ্ঞা জারি করে বিশ্বের বিভিন্ন দেশের এভিয়েশন কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞার আওতায় ফোনটি কোনোভাবেই চালু রাখতে বা চার্জ দেওয়া যাবে না। এমনকি এটি লাগেজেও নেওয়া যাবে না বলে সতর্ক করা হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সবার আগে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করলে একের পর এক দেশের কর্তৃপক্ষের টনক নড়ে। শুধু তাই নয় নড়েচড়ে বসে বিভিন্ন দেশের এয়ারলাইন্স কর্তৃপক্ষও।

আগস্টের ২ তারিখ বাজারে আসে স্যামসাং গ্যালাক্সি নোট ৭। জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্যামসাং বাজারজাত করে গ্যালাক্সি নোট সিরিজের ‘নোট ৭’।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ