ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

রবি-এলজি স্মার্টফোন বান্ডল অফার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, সেপ্টেম্বর ৮, ২০১৬
রবি-এলজি স্মার্টফোন বান্ডল অফার

ঢাকা: গ্রাহকদের জন্য আকর্ষণীয় বান্ডেল অফারসহ এলজি স্মার্টফোন বাজারে এনেছে মোবাইল ফোন অপারটের রবি। অফারটির আওতায় হায়ার পারচেজ স্কিমের মাধ্যমে নিজের পছন্দের হ্যান্ডসেটটি বেছে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহক।

অফারটির আওতায় রবি গ্রাহকরা প্রতিটি সমান মাসিক কিস্তিতে আকর্ষণীয় হ্যান্ডসেট কিনতে পারবেন। এ জন্য ক্রেডিট কার্ডেরও প্রয়োজন হবে না। সারাদেশে এলজি-বাটারফ্লাই অনুমোদিত শোরুমগুলো থেকে এ অফার উপভোগ করা যাবে।

রবির গ্রাহকরা হায়ার পারচেজ স্কিমের মাধ্যমে এলজির জনপ্রিয় স্মার্টফোন এলজি কে৭, এলজি কে১০, এলজি এক্স স্ক্রিন ও এলজি জি৫ কিনতে পারবেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অফারটির আওতায় রবি গ্রাহকরা ছয় থেকে ১২ মাস সমান কিস্তিতে হ্যান্ডসেট কিনতে পারবেন।
 
এলজি কে৭ মডেলের সঙ্গে রবির ২৫০ মিনিট টকটাইম ও ২ জিবি ইন্টারনেট, এলজি কে ১০ মডেলের সঙ্গে ৩৫০ মিনিট টকটাইম ও ২ জিবি ইন্টারনেট, এলজি এক্স স্ক্রিনের সঙ্গে ৬০০ মিনিট টকটাইম ও ৪ জিবি ইন্টারনেট ও এলজি জি৫ মডেলের সঙ্গে থাকছে ৯০০ মিনিট টকটাইম ও ৫ জিবি ইন্টারনেট।
 
এলজি জি৫ ছয় মাসের কিস্তিতে মাসিক ১০ হাজার ৯শ’ ৪৩ টাকায় এবং ১২ মাসের কিস্তিতে ৫ হাজার ৮শ’ ৬০ টাকায় কিনতে পারবে গ্রাহক। ছয় মাসের কিস্তিতে এলজি কে৭ পেতে প্রতি মাসে ২ হাজার ১৭ টাকা এবং ১২ মাসের কিস্তিতে ১ হাজার ১শ’ ২৫ টাকা পরিশোধ করতে হবে। এলজি কে১০ ছয় মাসের কিস্তিতে কেনার জন্য মাসিক ২ হাজার ৭শ’ ৭৮ টাকা এবং ১২ মাসের কিস্তিতে মাসিক ১ হাজার ৫শ’ ৫৪ টাকা পরিশোধ করতে হবে। এলজি এক্স স্ক্রিন ছয় মাসের কিস্তিতে নেওয়ার জন্য মাসিক ৪ হাজার ১শ’ ৩৮ টাকা ও ছয় মাসের বেশি সময়ের জন্য পরিশোধ করতে হবে মাসিক ২ হাজার ২শ’ ৬৩ টাকা।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
এমআইএইচ/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।