ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

মডুলার ফোন প্রকল্প বন্ধের ঘোষণা দিলো গুগল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, সেপ্টেম্বর ৩, ২০১৬
মডুলার ফোন প্রকল্প বন্ধের ঘোষণা দিলো গুগল

প্রায় দুই বছরেরও অধিক সময় ধরে ব্যাপক মাতামতির পর অবশেষে ২ সেপ্টেম্বর মডুলার ফোন প্রকল্প ‘আরা’ আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দেয়া হলো। গুগলের মুল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেশন প্রকল্পটি বন্ধের বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করে।

২০০৭ সালে প্রথম ইসরায়েলের মডু নামের একটি প্রতিষ্ঠান যন্ত্রাংশ পরিবর্তনযোগ্য মোবাইল ডিভাইস তৈরির ঘোষণা করেছিল। কিন্তু ২০১০ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি আর্থিক সংকটের সম্মুখীন হয়ে মডুর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনা। শেষ পর্যন্ত মডুকে গুগলের কাছে বিক্রি করে দেয়।

ওই সময় গুগল জানায়, মটোরোলার মাধ্যমে মডুলার ফোন বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু মটোরোলাকে বিক্রি করে দেয়ার পরও গুগল প্রকল্পটি নিয়ে ইতিবাচক মনেভাবের কথা জানিয়েছিল।

মূলত পরিবর্তনযোগ্য একটি স্মার্টফোন তৈরির ধারণা থেকে আসে চিন্তাটি। যার মাধ্যমে ব্যবহারকারীরা ইচ্ছেমতো ক্যামেরা, ফিটনেস ট্র্যাকার, মাইক্রোফোন, স্পিকার বা ব্যাটারির মত পার্টগুলো নিজেদের মতো করে পরিবর্তন বা হালনাগাদ করে নেয়ার সুযোগ পাবে। এতে করে বছর বছর নতুন নতুন প্রযুক্তি এলেও ফোন পরিবর্তন না করে শুধু প্রয়োজনীয় যন্ত্রানাংশটি পরিতর্বন করে নিলেই চলবে।

তবে সবকিছুই এখন অতীত। ‘আরা’ বাতিলের মধ্য দিয়ে আপাতত ইতি ঘটলো প্রযুক্তি প্রেমীদের মডুলার ফোন ব্যবহারের স্বপ্নের।

ধারণা করা হচ্ছে, ফোন তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ যোগানের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারায় অবশেষে পুরো প্রকল্পটিই বাতিলের ঘোষণা দিলো গুগল।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।