ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

ড্রপবক্সের ৬৮ মিলিয়ন অ্যাকাউন্ট হ্যাক!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, সেপ্টেম্বর ১, ২০১৬
ড্রপবক্সের ৬৮ মিলিয়ন অ্যাকাউন্ট হ্যাক!

ড্রপবক্সের তথ্য ভান্ডার থেকে অ্যাকাউন্টধারীদের বৃহৎ একটি অংশের স্পর্শকাতর তথ্য চুরির ঘটনা ঘটেছে। আর এ তথ্য ড্রপবক্স নিজেই জানিয়েছে।

স্পর্শকাতর এসব তথ্যের মধ্যে রয়েছে অ্যাকাউন্টধারীদের লগইন করার ইউজার নেম হিসেবে ব্যবহৃত ইমেইল এবং পাসওয়ার্ড।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ফাইল হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠানটি মনে করছে, চুরি বা হ্যাকের এই ঘটনাটি ঘটেছে ২০১২ সালে। কিন্তু সে সময় কিছু বুঝতে না পারলেও, বিষয়টি এখন তাদের কাছে পরিস্কার।

কারণ সম্প্রতি ডার্ক ওয়েবে ব্যবহারকারীদের ইমেইলগুলো খুঁজে পেয়েছে ড্রপবক্স।

তবে এতো বড় কান্ড ঘটে গেলেও ড্রপবক্স ব্যবহারকারীদেরকে আশ্বস্ত করে জানিয়েছে, অ্যাকাউন্টের ইমেইল হ্যাক হলেও তাতে ভয়ের কিছু নেই। কারণ তারা পর্যবেক্ষণ করে দেখেছে যে, হ্যাক হওয়ার পরও কোনও অ্যাকাউন্টে অস্বাভাবিক ভাবে লগইন করা হয়নি।

আর এটি সম্ভব হয়েছে ড্রপবক্সের নিরাপত্তা প্যাঁচের জন্য।

তথ্য মতে, প্রতিষ্ঠানটি প্রতিটি ব্যবহারকারীর পাসওয়ার্ড ‘হ্যাশিং এবং সল্টিং’ প্রযুক্তি ব্যবহার করে সংরক্ষণ করেছে। এটি পাসওয়ার্ড সংরক্ষণের খুবই শক্তিশালী একটি পদ্ধতি। তাই হ্যাকাররা হ্যাকিংয়ের মাধ্যমে ৬৮ মিলিয়ন অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিলেও, এখন পর্যন্ত সেগুলোতে প্রবেশ করতে পারেনি।

আর এজন্যই ড্রপবক্স দ্রুত বিষয়টি সবার নজরে এনে সব ব্যবহারকারীকে অনুরোধ করেছেন, যেন দ্রুত সময়ের মধ্যে তারা প্রত্যেকে তাদের নিজ নিজ পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।