ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

তিন গুণ বেশি স্পিড নিয়ে সিম্ফনির পি৬ প্রো

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, আগস্ট ২২, ২০১৬
তিন গুণ বেশি স্পিড নিয়ে সিম্ফনির পি৬ প্রো

ঢাকা: পি৬ হ্যান্ডসেটের জনপ্রিয়তার হাত ধরে এবার সিম্ফনি বাজারে নিয়ে এলো পি৬ প্রো (প্রফেশনাল)। ৩ জিবি ৠামের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ সেটটিতে রয়েছে ওটিএ সুবিধা।

হ্যান্ডসেটটির ৫.৫ ইঞ্চি পর্দা সম্পূর্ণ এইচডি।

এর অপারেটিংয়ে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ভার্সন। রয়েছে ১.৩ গিগাহার্জের কোয়াড কোর ৬৪বিট প্রসেসর, যা গেমিং, হাই লেভেল অ্যাপ্লিকেশনের জন্যে বেশ উপযোগী।

স্মার্টফোনটির ২৫০০ এমএএইচ রিমুভাল ব্যাটারি আছে। যা দিয়ে ৮.৫ ঘণ্টা থ্রিজি-তে কথা বলা যাবে।

আর ফোনের ১৩ মেগাফিক্সেল ক্যামেরায় চমৎকার ছবি তোলা যায়। সেলফির জন্যে রয়েছে ৫ মেগাফিক্সেল ক্যামেরা।

অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ সেটটির বাজার মূল্য মাত্র ১০ হাজার ৪৯০ টাকা।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।