আগাম কোন ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয়া হয়েছে বিশ্বের অন্যতম বড় এবং জনপ্রিয় টরেন্ট সাইট “Torrentz.eu”। পিয়ার টু পিয়ার ফাইল শেয়ারিং টরেন্ট সাইটটি গত ১৩ বছর ধরে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।
বর্তমানে সাইটটি ভিজিট করলে হোমপেজটি আগের মতোই প্রদর্শিত হলেও কাজ করে না এর কোনো লিংক।                                          অকেজো রয়েছে এর সার্চ অপশন।  আর সার্চ অপশনের নিচে রয়েছে একটি বার্তা।  সেই বার্তায় বলা হয়েছে, ‘টরেন্টজেড সব সময় আপনাদেরকে ভালোবাসবে, বিদায়। 
প্রসঙ্গত, বিশ্বজুড়ে অভিযোগ রয়েছে টরেন্ট সাইটগুলোর মাধ্যমে প্রতিনিয়ত কপিরাইট আইন লঙ্ঘিত হচ্ছে।  অনেক প্রতিষ্ঠান এবং ব্যক্তি তার মেধাস্বত্তের পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন।  যদিও এই সাইটগুলোতে শুধুমাত্র অবৈধ ফাইলেরই আদান-প্রদান হয় না, সেই সাথে বৈধ অনেক ফাইলেরও আদান-প্রদান হয়। 
এর আগে আরেকটি জনপ্রিয় টরেন্ট সাইট ‘কিকএস টরেন্ট’চালানোর অভিযোগে গত ২১ জুলাই পোল্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছিল ইউক্রেনীয় নাগরিক আর্থেম ভোঁলিনকে।  তার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘন, মানি লন্ডারিং এবং প্রতারণার মতো কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে। 
ধারণা করা হচ্ছে, এর পর থেকেই নিজেদেরকে বাঁচাতে হয়ত টরেন্ট সাইটগুলো বন্ধ করে দিচ্ছে এর পিছনের কর্তা-ব্যক্তিরা। 
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এমএডি/এসজেডএম


 
                                             
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                