ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

সেলফি বিপ্লবকে এগিয়ে নিতে অপ্পো এফ১এস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৯, আগস্ট ৩, ২০১৬
সেলফি বিপ্লবকে এগিয়ে নিতে অপ্পো এফ১এস

ঢাকা: স্মার্টফোন জগতে সেলফি বিপ্লবকে আরও এক ধাপ এগিয়ে নিতে বাজারে এলো সেলফি এক্সপার্ট ফোন ‘অপ্পো এফ১এস’।
বুধবার (৩ আগস্ট) রাজধানীর র্যাডিসন হোটেলে ওয়াটার গার্ডেনে স্মার্টফোনটি উন্মোচন করা হয়।

ফোনটির পার্টনার মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।

অপ্পো বাংলাদেশ কমিউনিকেশন ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নেভি অয়াই, বাংলালিংকের চিফ স্ট্র্যাটেজি অফিসার শিহাব আহমেদ এবং ফটোগ্রাফার জুবায়ের শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বাজার উল্লেখ করে নেভি অয়াই বলেন, এ দেশে চলমান সেলফি উম্মাদনায় ভাসতে থাকা গ্রাহকরা খুঁজছেন চমৎকার ফ্রন্ট ক্যামেরাসহ একটি স্মার্টফোন। সেলফির জন্য বরাবরই কিছু বিশেষ ডিভাইস বাজারে ছাড়ছি আমরা। এরই ধারাবাহিকতায় সেলফি এক্সপার্ট ফোন ‘অপ্পো এফ১এস’।
আমাদের দৃঢ় বিশ্বাস অত্যাধুনিক ক্যামেরা সম্বলিত এই ফোন বাংলাদেশি স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতাই বদলে দেবে।

বাংলালিংকের চিফ স্ট্র্যাটেজি অফিসার শিহাব আহমেদ বলেন, অপ্পোর চমৎকার ফোনটির সাথে পার্টনার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি এই সেটটি বাংলালিংকের ডিজিটাল কেন্দ্রীক সেবার সাথে সকল গ্রাহকদের পরিচয় করিয়ে দেবে। সামনে এমন আরও উদ্যোগ নিয়ে গ্রাহকদের পাশে থাকবে বাংলালিংক।

অনুষ্ঠানে জানানো হয়, ফোনটি অপ্পোর সাড়া জাগানো এফ১ এর আরও উন্নত সংস্করণ। ফোনটির সামনে আছে ১৬ মেগা পিক্সেল ক্যামেরা, যা দিয়ে দিনে-রাতে অসাধারণ সেলফি তোলা যাবে।

ফোনটিতে আরো থাকছে মাত্র ০.২২ সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট রিডার, ৫.৫ ইঞ্চি ফ্রন্ট ডিসপ্লে, অক্টা কোর প্রসেসর, ৩ জিবি র্যাম, ৩২ জিবি রম এবং ৩০৭৫ এমএএইচ ব্যাটারি।

হ্যান্ডসেটটির দাম ২৩ হাজার ৯শ’ টাকা।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।