ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

বাংলালিংক স্টোরে প্রতি ঘণ্টায় ফ্রি স্মার্টফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, আগস্ট ১, ২০১৬
বাংলালিংক স্টোরে প্রতি ঘণ্টায় ফ্রি স্মার্টফোন

ঢাকা: গ্রাহকদের এক ছাদের নিচে সব ধরনের উন্নতমানের সেবা প্রদানের লক্ষ্যে ‘বাংলালিংক স্টোর’ এর উদ্বোধন করেছে দেশের অন্যতম ডিজিটাল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।

স্মার্টফোনে আকর্ষণীয় অফারের সাথে গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা দিতেই দেশের গুরুত্বপূর্ণ জেলা ও থানা শহরগুলোতে বাংলালিংক স্টোর’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনের সামনে সম্প্রতি ফ্ল্যাগশিপ ‘বাংলালিংক স্টোর’ এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের সিইও এবং এমডি এরিক অস্ এবং ঊদ্ধর্তন কর্মকর্তারা।

এই স্টোর উদ্বোধন উপলক্ষে বাংলালিংক গ্রাহকদের জন্য নিয়ে এসেছে প্রতি ঘণ্টায় (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) আকর্ষণীয় স্মার্টফোন ও অ্যাকসেসরিজ জিতে নেওয়ার সুযোগ।

গ্রাহকরা বাংলালিংক মনোনীত স্টোর থেকে নির্ধারিত প্রোমোশনাল অফারের সময় একটি স্মার্টফোন কিনে এই অফার উপভোগ করতে পারবেন।

**বাংলালিংকের অফারে যা থাকছে

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ