ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

জন্মদিন উদযাপনে ফেসবুকের ভিডিও ক্লিপ

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, আগস্ট ১, ২০১৬
জন্মদিন উদযাপনে ফেসবুকের ভিডিও ক্লিপ

জন্মদিন উদযাপনের বিশেষ এক মাধ্যম হয়ে গেছে ফেসবুক। বিশ্বের জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্মদিনের তারিখটি স্বয়ংক্রিয়ভাবেই পর্দায় প্রদর্শন করে।

ফলে ফেসবুক ফ্রেন্ডরা পারস্পরিকভাবে জন্মদিনের তারিখটি জেনে উইশ করে, পোষ্ট দেয়।


বৈচিত্রময় বিভিন্ন ধরনের ফিচার নিয়ে এলেও এখন পর্যন্ত ফেসবুক বার্থডের জন্য বিশেষ কোনো ব্যবস্থা চালু করেনি।

কিন্তু বিশেষ এ দিনটিতে টুইটার বেলুন  এবং  স্ন্যাপচ্যাট আপনার জন্মদিনের  পোস্ট গুলো দিয়ে চমকিত করে।

অবশ্য দেরীতে হলেও জন্মদিনকে আনন্দঘন করে পালনের সুযোগ করে দিতে এবং মহাকাব্যিক করতে ফেসবুক চমৎকার  উপায় খুঁজে পেয়েছে। আর তা হলো ভিডিও ক্লিপ।

তাই জন্মদিনের তারিখটি ফেসবুকে একবার অন্তর্ভুক্ত হলে ও কমপক্ষে তিনটি উইশ বা জন্মদিনের তিনটি  পোস্ট হলেই ব্যবহারকারীরা ভিডিও ক্লিপের মজাটি নিতে পারবেন।

যার মানে জন্মদিনের পরদিন কেক কাটার মধ্যে দিয়ে উইশসহ সংক্ষিপ্ত ভিডিওটি প্রদর্শিত হবে।

তবে ভিডিওটি কতটুকু রোমাঞ্চকর হবে তা নির্ভর করবে ওয়ালের পোস্ট বা উইশের সংখ্যার উপর। যেমন আপনি যদি মাত্র তিনটি উইশ পান তবে এটা তেমন চমকপ্রদ  নাও হতে পারে কিন্তু ১০০ টি উইশ পেলে  বলা যায় এটা বেশ বড় ও  আকর্ষণীয় হবে।

এছাড়া ভিডিওটি যেহেতু ফেসবুক থেকে হবে তাই চাইলে ইচ্ছামতো ছবি বা উইশগুলো ঠিকাঠাক করে তা সবার মাঝে শেয়ার করা যাবে। অনেকটা ফেসবুকের ফ্রেন্ডশিপ ভিডিওর মতো এটি।

বছরের প্রথম দিকে বার্থডে ক্যাম এর ঘোষণা দেয় ফেসবুক যেটি সাধারণ টেক্স মেসেজ পাঠানোর থেকে ভিডিও পাঠাতে উৎসাহিত করে।

উল্লেখ্য, দ্বিতীয় প্রান্তিকের ফলাফল ঘোষণায় ফেসবুক জানিয়েছিল অল্প কয়েকদিনে মোবাইল  বিজ্ঞাপন থেকে তাদের ভালো আয় হয়েছে। বর্তমানে এফবি’র প্রায় ১.৭ বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

দিনে দিনে এটি সামাজিক দৌত্যের আকার ধারণ করছে  এবং নতুন নতুন  প্রচেষ্টার মাধ্যমে  ব্যবহারকারীদের  ধরে রাখার চেষ্টায় রত। সেই ধারাবাহিকতায় বার্থডে নিয়ে ফেসবুকের এই আয়োজন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এমএএ/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।