ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট ব্ল্যাকআউট মহড়া হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, আগস্ট ১, ২০১৬
ইন্টারনেট ব্ল্যাকআউট মহড়া হবে

ঢাকা: জননিরাপত্তা নিশ্চিত ও জঙ্গি বিরোধী অভিযানের প্রস্তুতি হিসেবে ইন্টারনেট ব্ল্যাকআউট মহড়া চালানো হবে। এই মহড়ার আওতায় যে কোনো এলাকার ইন্টারনেট নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রেখে পরীক্ষা চালানো হবে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইসিপিএবি) এর যৌথ উদ্যোগে এই মহড়া হবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, সোমবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে মধ্যরাত ২টার মধ্যে রাজধানীসহ দেশের যে কোনো এলাকায় চালানো হবে ইন্টারনেট ব্ল্যাকআউট মহড়‍া। মহড়া চলাকালে সংশ্লিষ্ট এলাকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
জেডএম/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।