ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

চেকার্ট’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, জুলাই ২৬, ২০১৬
চেকার্ট’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা: ই-কমার্স ভিত্তিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট স্টার্টআপ ‘চেকার্ট.কম’ এর দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সভা এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্য দেন চেকার্টের সিইও শেখ নাসির উদ্দিন।  

এ সময় তিনি পেমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, মোবাইল-ফ্রেন্ডলি অ্যাডমিন ম্যানেজমেন্ট, মার্কেটিং টুল ইত্যাদি নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।  

কর্মশালায় প্রোডাক্ট ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন, ফটো প্রসেসিং টিপ্স ও টুলস নিয়ে পরামর্শ দেন ফ্রীল্যান্স ক্রিয়েটিভ ডিজাইনার সেজানুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান গ্রিকি সোশ্যাল এর কর্ণধার মেহেদি হাসান সাগর, অ্যাড নেটওয়ার্ক জিঅ্যান্ডআর এর সিনিয়র ম্যানেজার সাইদুর রহমান, জেটাবাইট গ্যাজেটস এর সিটিও ওমর শরীফ ইবনে হাই।

‘প্রচলিত ব্যবসা উদ্যোগকে অনলাইনে নিয়ে আসার ক্ষেত্রে প্রযুক্তি কোনো প্রতিবন্ধকতা নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলতি বছর যাত্রা শুরু করে চেকার্ট।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।