ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

আসতে পারে জিপিইউ যুক্ত থান্ডারবোল্ট ডিসপ্লে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, জুলাই ৩, ২০১৬
আসতে পারে জিপিইউ যুক্ত থান্ডারবোল্ট ডিসপ্লে

দিন ফুরিয়ে আসছে অ্যাপলের থান্ডারবোল্ট ডিসপ্লের, এর স্থানে আসতে পারে জিপিইউ সংবলিত নতুন সংস্করণ।

কোপার্টিনো-বেজড প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আনুষ্ঠানিকভাবে এমন তথ্যই নিশ্চিত করেছে।

সেইসাথে এটাও জানিয়েছে যে, পুরোনো এই ডিসপ্লে পর্যায়ক্রমে অপসারণ করা হবে এবং নতুনভাবে আর মজুদও হবেনা।

অ্যাপলের বর্তমান থান্ডারবোল্ট ডিসপ্লের আকার ২৭ ইঞ্চি এবং পিক্সেল রেজ্যুলেশন ২৫৬০x১৪৪০।

যুক্তরাষ্ট্রের Apple.com স্টোরে এর মূল্য ৯৯৯ মার্কিন ডলার।

সংবাদমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে টেক জায়ান্ট উল্লেখ করে যে, খুব শীঘ্র্ই আমরা অ্যাপল থান্ডারবোল্ট ডিসপ্লে ব্যবহার বন্ধ করছি।   অবশ্য Apple.com , অ্যাপল রিটেইলার এবং অ্যাপল অনুমোদিত রিসেলারদের কাছে এটা শেষবারের মতো পাওয়া যাবে। ম্যাক ব্যবহারকারীদের জন্য এতে একাধিক থার্ড পার্টি অপশন সুবিধা রয়েছে।

অবশ্য, জিপিইউ যুক্ত নতুন থান্ডারবোল্টের কাজ করছে অ্যাপল খবরে এমন তথ্যও রয়েছে।

এক টুইটে বাজফিড’র জন প্যাকেজকোভস্কি একই ধরনের ইঙ্গিত দিয়েছেন এবং বলেন একটি সুত্র থেকে এ ধরনের কথায় শুনেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
এমআইটি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।