ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

অনলাইন ঈদ কেনাকাটায় ‘অথবা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, জুন ২৯, ২০১৬
অনলাইন ঈদ কেনাকাটায় ‘অথবা’

ঢাকা: ঈদ শপিংকে মাথায় রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ই-কমার্স সাইট ‘অথবা.কম’ (www.othoba.com)। পুরুষ ও নারীদের জন্য আকর্ষণীয় কালেকশনের সঙ্গে তাদের রয়েছে ছাড় ও ক্যাশব্যাক অফার।

এছাড়া ২০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে বিকাশ পেমেন্টে।

ঈদ উপলক্ষে লাইফ স্টাইল পণ্যসামগ্রী থেকে শুরু করে ইলেকট্রনিক্স, মোবাইল, হোম ডেকোরেশনসহ বিভিন্ন ক্যাটাগরির প্রায় ১০ হাজার পণ্যের সম্ভার রয়েছে তাদের।

ছেলেদের জন্য ‘অথবা’ রেখেছে পাঞ্জাবি, টি-শার্ট, পোলো শার্ট, শার্ট, জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট। রয়েছে হাজারেরও বেশি ডিজাইনের স্টাইলিশ সব জুতো, স্লিপার।
 
কন্ট্রাস্ট ডিজাইন, বাটন প্লেটেড, এপ্লিকের কাজ করা পাঞ্জাবির দাম পড়বে ৬৫০ থেকে ২ হাজার ৪৫০ টাকা, পোলো টি-শার্ট ২৪০ থেকে ৭০০ টাকায় পাওয়া যাবে। জুতার দাম পড়বে ৮৫০ থেকে ৩ হাজার টাকা।

মেয়েদের জন্য ট্রেন্ডি পোশাকের তালিকায় আছে ভিশাল, সিমায়া, রাসলীলা, ভিনয়’র মতো নামি ফ্যাশনের সালোয়ার-কামিজ, স্যুট। ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে আছে সুতি, সিল্ক, কাতান ও জর্জেটের শাড়ি।

আনস্টিচড, রেডিমেড থ্রি-পিস ৪৫০ থেকে ৮ হাজার টাকায় এবং ৯৯৯ থেকে ৭ হাজার টাকায় পাওয়া যাবে পছন্দের শাড়ি।

এছাড়া ঈদ প্রস্তুতির জন্য টুপি, জায়নামাজ, সুগন্ধি, আতর রয়েছে অথবা’র কালেকশনে।

বিভিন্ন ক্যাটাগরির পণ্যে আছে ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়। দেশব্যাপী গ্রাহকরা ক্যাশ অন ডেলিভারিতে কিনতে পারবেন অথবা’র পণ্য।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এসজেডএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।