ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

‘ফ্লাই টু থাই’ অফারে বিজয়ী ৩০ জন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, জুন ২৬, ২০১৬
‘ফ্লাই টু থাই’ অফারে বিজয়ী ৩০ জন

বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের জন্য হুয়াওয়ের ‘ফ্লাই টু থাই’ অফারে ভাগ্যবান ৩০জন গ্রাহক বিনা খরচে থাইল্যান্ডে যাওয়ার সুযোগ পাচ্ছে।

সম্প্রতি হুয়াওয়ের বাংলাদেশ ব্রাঞ্চের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে থাইল্যান্ড যাওয়ার প্যাকেজ উপহার হিসেবে বিজয়ীদের হাতে হস্তান্তর করেন।

ফ্লাই টু থাই অফার বাংলাদেশের স্মার্টফোন গ্রাহকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে বলে জানান সংশ্লিষ্ট সুত্র।

এ বছরের পহেলা এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে অফারটির আওতায় যারা চীনা এই ব্র্যান্ডের স্মার্টফোন কিনেছিলেন তাদের মধ্যে থেকেই ৩০ জনের ভাগ্যে মিলল অফারটি।

প্রসঙ্গত, চীনের আইসিটি প্রতিষ্ঠান হুয়াওয়ে বর্তমানে ১৭০টিরও বেশি দেশে নিজেদের পণ্য ও সেবা পরিচালনা করছে। গত বছর সারাবিশ্বে তৃতীয় সর্বোচ্চ মোবাইল ফোন রফতানি করার রেকর্ড গড়ে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, রাশিয়া, চীন ও ভারত মিলে বর্তমানে হুয়াওয়ের ১৬টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) সেন্টার আছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।