ল্যাপটপ মেলা ঘুরে: বিশ্বের নামকরা বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের সমাহার নিয়ে ল্যাপটপ মেলায় হাজির হয়েছে দেশের বৃহৎ প্রযুক্তি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’।
এইচপি’র এক্সক্লুসিভ ল্যাপটপও পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে।
উপহারের মধ্যে রয়েছে- ওয়ারেল মাউস, কার্ড ঘষে ল্যাপটপ, প্রিন্টার, হেডফোনসহ নানা পণ্য।
20160515002218.jpg)
শনিবার (১৪ মে) মেলার দ্বিতীয় দিনে স্টার টেকের প্যাভিলিয়নের কর্মীরা জানালেন, মেলা উপলক্ষে এইচপির বিভিন্ন মডেলের ল্যাপটপে দুই বছরের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে। প্রতিবারের মতো মেলায় এইচপির নতুন কিছু এক্সক্লুসিভ পণ্য সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে রয়েছে এইচপি প্যাভিলিয়ন গেইমিং ল্যাপটপ, এইচপি এনভি ১৩ ইঞ্চি আল্ট্রাবুক, এইচপি এস্পেকট্রা। শিক্ষার্থীদের জন্য আছে স্বল্প মূল্যে গেইমিং ল্যাপটপ; যা ৩৪ হাজার টাকায় কেনা যাচ্ছে।
এছাড়া ডেল, আসুস, এসার, লেনোভো ল্যাপটপের সঙ্গে নানা উপহার ও মূল্যছাড়ও পাওয়া যচ্ছে স্টার টেকের পক্ষ থেকে। ডেল ল্যাপটপের বিভিন্ন মডেলের মূল্যছাড়ের পাশাপাশি স্মার্টফোন উপহার হিসেবে পাচ্ছেন ক্রেতারা।
আসুস ল্যাপটপের সঙ্গে দেওয়া হচ্ছে স্ক্রাচ কার্ড। কার্ড ঘষে পাওয়া যাবে এসি, ফ্রিজ, স্মার্টফোন, রেইন-কোর্ট, মিনিব্যাগ ও টি শার্ট।
20160515002242.jpg)
স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক মো. জাহেদ আলী ভুঁইয়া বাংলানিউজকে বলেন, বাংলাদেশে স্টার টেকই একমাত্র এইচপির এক্সক্লুসিভ শপ পরিচালনা করছে। ফলে এইচপির মানসম্মত পণ্য আমরা গ্রাহকদের হাতে তুলে দিতে পারছি। এতে ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রযুক্তির এসব পণ্য সরবরাহ করায় স্টার টেকের প্রতি গ্রাহকদের আস্থাও তৈরি হয়েছে। উন্নত বিক্রয় পরবর্তী সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। মেলায় প্রতিষ্ঠানটির দুটি প্যাভিলিয়ন ও দুটি স্টল আছে।
স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড সম্পর্কে জাহেদ আলী জানান, ২০০৮ সাল থেকে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। বর্তমানে প্রতিটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের অনুমোদিত ডিলার হিসেবে পণ্য সরবরাহ করছেন তারা। ইসেট এন্টিভাইরাসের একমাত্র পরিবেশক হিসেবে কাজ করছেন।
20160515002306.jpg)
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
একে/আইএ
**আসুস, লেনেভো’র ল্যাপটপে গ্লোবাল ব্র্যান্ডের নিশ্চিত উপহার
** পান্ডা’র সঙ্গে লাউড স্পিকার, ব্যাগ দিচ্ছে ইসেট
** ল্যাপটপ মেলায় সেলফি স্টিক কেনার হিড়িক