রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ কর্মরত কর্মচারীদের আইটি বিষয়ক কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে আয়োজিত তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৩ মে) বিকেলে প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
রুয়েট কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) শিক্ষা ও গবেষণা প্রকল্পের সহায়তায় রুয়েটের কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখা যৌথভাবে এই প্রশিক্ষণ কোর্স’র আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বেগ বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন করতে হলে সব জনশক্তিকে আইটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এই প্রশিক্ষণ কর্মসূচি রুয়েটে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আইটি বিষয়ে কর্মদক্ষা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জনিয়ারিং (আইআইসিটি) এর পরিচালক প্রফেসর ড. শহীদ উজ জামান, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনর্চাজ ড. বশির আহমেদ এবং ভারপ্রাপ্ত কম্পোট্রলার নাজীম উদ্দীন আহম্মেদ।
সভাপতিত্ব করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. আব্দুল আলীম।
তৃতীয় ব্যাচের এই প্রশিক্ষণ কোর্সে রুয়েটের বিভিন্ন বিভাগ ও সেকশনে কর্মরত ১৫ জন সিনিয়র ডাটা প্রসেসর, ডাটা প্রসেসর ও কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেন।
কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন ড. বশির আহমেদ। প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বিমলেন্দু সেখর সরকার, সিস্টেম অ্যানালিস্ট সৈয়দ মোস্তফা কামাল এবং অ্যাসিসট্যান্ট প্রোগ্রামার এমদাদুল হক।
পর্যায়ক্রমে রুয়েটের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে আইটি বিষয়ক কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন কোর্স কো-অর্ডিনেটর ড. বশির আহমেদ।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এসএস/পিসি


