ঢাকা, বৃহস্পতিবার, ১৪ কার্তিক ১৪৩২, ৩০ অক্টোবর ২০২৫, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে ডেলের নতুন ডাটা সেন্টার সল্যুউশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, এপ্রিল ১১, ২০১৬
বাংলাদেশে ডেলের নতুন ডাটা সেন্টার সল্যুউশন ছবি: পিয়াস-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী দিনের প্রতিষ্ঠান ও জনবলকে যুগোপযোগী করতে বাংলাদেশে নতুন ডাটা সেন্টার সল্যুউশন ঘোষণা করেছে বহুজাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেল।

 

এই ডাটা সেন্টার সল্যুউশন পার্সোনাল কম্পিউটার ও কম সংখ্যক গ্রাহক থেকে শুরু করে সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্কিং পণ্যের জন্য ডায়নামিক মার্কেটপ্লেসের প্রতিযোগিতায় দ্রুততা ও স্থিতিশীলতার মাধ্যমে এগিয়ে থাকা ও জনবলকে টিকে থাকার সুবিধা দেবে।


 
‘ডেল বাংলাদেশ ফিউচার-রেডি ২০১৬’র এই কার্যক্রমের ধারাবাহিকতায় ডেল দেশের বাণিজ্যিক পণ্যে নতুন সল্যুউশন ঘোষণা করে।
 
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সোমবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

ডেল সাউথ এশিয়া ডেভেলপমেন্ট মার্কেট গ্রুপের জেনারেল ম্যানেজার হারজিৎ সিং রেখি বলেন, গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি অনুযায়ী ধারাবাহিকভাবে বাজারে নতুন পণ্য ও সেবা আনছি। আগামীকে মাথায় রেখেই ডেলের নতুন পণ্যগুলো ডিজাইন করা হয়েছে। যেখানে কোম্পানিগুলোর বাজেট সাশ্রয়ের কথাও বিবেচনা করা হয়েছে। এগুলো তাদের চাহিদার পাশাপাশি কাজকে দ্রুত, সহজবোধ্য করবে, একইসাথে উদ্ভাবনীর মাধ্যমে বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে।
 
ডেল ফিউচার রেডি সল্যুউশন প্রোগ্রামে ডেল পরবর্তী প্রজন্মেও ডাটা সেন্টারের জন্য সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্কিংয়ের পণ্যের তালিকায় আরও কিছু পণ্যকে উন্মোচন করে।

তিনি বলেন, ব্যক্তিগত পণ্য থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানের ডেলের পণ্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা পালন করবে।
 
ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অসামান্য উন্নয়ন হয়েছে। আমরা গ্রাহকদের সবচেয়ে ভালো অভিজ্ঞতা দেওয়ার ও তাদের চাহিদা পূরণে সর্বাত্মক চেষ্টা করবো।

গ্রাহকদের শতভাগ বিবেচনায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ডেল বাংলাদেশে গবেষণা, উন্নয়ন ও চ্যানেলে বিনিয়োগ করতে অঙ্গীকারাবদ্ধ।

 সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় টিকে থাকা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করতে স্থানীয় কোম্পানিগুলো উদ্ভাবনী প্রযুক্তি খুঁজছে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় কোম্পানিগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাজারের চাহিদার সাথে নিজেদের ব্যবসায়ের প্রসার ঘটাতে পারবে। কারণ প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ উৎপাদশীলতা নিশ্চিত ও ভালো সেবা দেওয়া সম্ভব। আর এক্ষেত্রে প্রযুক্তিকে সহজ ও আন্তর্জাতিক মানের হতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬/আপডেট: ১৬৩৬ ঘণ্টা
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ