ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে ভিসিপিইএবি প্রতিনিধিদের মতবিনিময়

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৩, এপ্রিল ৫, ২০১৬
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে  ভিসিপিইএবি  প্রতিনিধিদের মতবিনিময়

বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান এম খাইরুল হোসেন এবং ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিইএবি) প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় সভা হয়েছে । ভিসিপিইএবি সভাপতি শামীম আহসান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সভায় দ্রুততম সময়ে একটি যথাযথ অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট রুলস চূড়ান্ত করার জন্য বিএসইসি চেয়ারম্যানকে ভিসিপিইএবি’র পক্ষ থেকে ধন্যবাদ জানান শামীম আহসান। বাংলাদেশে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি’র ভবিষৎ কর্মপন্থা নিয়েও এতে আলোচনা হয়।

এসময় বিএসইসি চেয়ারম্যান এম খাইরুল হোসেন ভিসিপিইএবি’র বিভিন্ন ভালো উদ্যোগকে সমর্থন ও সংগঠনটিকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশের ছোট কোম্পানিগুলো যাতে আরও বিনিয়োগ পেতে পারে তার জন্য শিগগিরই  ‌'স্মল ক্যাপ বোর্ড’ গঠন করা হবে।

শামীম আহসান বলেন, গুগল, ফেসবুকসহ বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর বর্তমান অবস্থানে আসতে সবচেয়ে বেশি ভূমিকা ছিলো ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোর। বিএসইসির সহায়তায় বাংলাদেশি কোম্পানিকে এগিয়ে নিতে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলো একইভাবে কাজ করবে।

বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামী, নির্বাহী পরিচালক হাসান মাহমুদ, মাহবুবুল আলম, উপ-পরিচালক শেখ লুৎফুল কবির, ভিসিপিইএবি’র সহ-সভাপতি ও সিফ বাংলাদেশ ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক জিয়া ইউ আহমেদ, মহাসচিব ও বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, পরিচালক ও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম ও দ্য ওসিরিস গ্রুপের বিনিয়োগ পরিচালক মির্জা মো. শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ